নিজস্ব প্রতিবেদক : তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে শীতল রাখতে পিরোজপুরে বৃক্ষরোপণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মো: তাওহিদুল ইসলাম । রোববার সকাল থেকে শহরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, পিরোজপুর পৌরসভা প্রঙ্গনে প্রায় শতাধিক গাছ লাগানো হয়।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোঃ তাওহিদুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় ছাত্রলীগের উপ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোঃ তাওহিদুল ইসলাম জানান, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে পিরাজপুরে শতাধিক গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। আমরা পরবর্তীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষ রোপণ চালিয়ে যাব।
Leave a Reply