প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস

৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার সকাল ৮টার পর সাত জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রসের হাতে হস্তান্তর করা হয়। তাদের এখন ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে।
এক এক্স পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রস তাদের জানিয়েছে হামাস ৭ জন বন্দিকে তাদের কাছে হস্তান্তর করেছে।
তারা হলেন, ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল, গাই গিলবোয়া দালাল।
জিম্মিদের পাওয়ার পর দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন।
তবে ফিলিস্তিনের ম্যান্ডেলা খ্যাত জনপ্রিয় নেতা মারওয়ান বারঘৌতি এই তালিকায় থাকবেন না।
এর আগে গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর