তালেবান আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের রাজধানীর দখল নিয়েছিল আগেই। কিন্তু এতদিন বিমানবন্দরের দখল নিতে পারছিল না সশস্ত্র গোষ্ঠীটি। এবার প্রদেশটির বিমানবন্দরের দখলও চলে গেল তালেবানের হাতে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, তালেবান কুন্দুজ প্রদেশের বিমানবন্দর দখলে নিয়েছে। এ সময় আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা তালেবানের হাতে আত্মসমর্পণ করেছেন। কুন্দুজের প্রাদেশিক কাউন্সিলের সদস্য আমরুদ্দিন ওয়ালি বলেন, সেনা, পুলিশ এবং গণপ্রতিরোধ বাহিনীর সদস্যরা সব ধরনের সামরিক সরঞ্জাম নিয়ে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন। এর আগে রোববার কুন্দুজ প্রদেশ দখলে নেয় তালেবান। এর পর থেকে বিমানবন্দর এলাকা ছিল তালেবানের দখলের বাইরে। এবার বিমানবন্দরও সশস্ত্র গোষ্ঠীটির দখলে চলে গেল। এদিকে গত শুক্রবারের পর থেকে আফগানিস্তানের ৩৪টির মধ্যে ৯টি প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।
Leave a Reply