1. akmolbangladesh@gmail.com : Press Times :
শিরোনামঃ
পিরোজপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের fআয়োজনে ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সাথে তথ্য অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত অধস্তন আদালতের কর্মচারীদের ২ দফা দাবী বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে পিরোজপুরে জেলা সম্মেলন অনুষ্ঠিত পিরোজপুরে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পিরোজপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশে ৬ ছাত্রদল নেতার শ্রমিকদলে যোগদান পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের  মতবিনিময় সভা নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিরোজপুর সরকারি মহিলা কলেজের সদ্য পদোন্নতি প্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্র মোঃ আলীকে ফুল দিয়ে বরণ প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দূর্গ গড়ে তুলতে হবে….জেলা জামাতের সেক্রেটারী মোহাম্মদ জহিরুল হক

মিরপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৯৫ মোট ভিউ

উইমেন ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার বিকেলে তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোপালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীও অস্ত্রসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে। দেশী অস্ত্রসহ আটককৃত মাইক্রোটি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হান্নান মন্ডলের বলে জানা গেছে।

পরে ভ্রাম্যমান আদালত দুই ইউপি মেম্বার প্রার্থীসহ চারজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায় বিকেল থেকেই তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোপালপুর এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান মন্ডল সমর্থকরা আনারস প্রতীক নিয়ে লাঠি মিছিল বের করে। এ সময় নৌকার সমর্থকরা তাদের ধাওয়া দেয়। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরাও পাল্টা ধাওয়া দেয়। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

পরে এ ঘটনায় জড়িত সন্দেহে ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রতন মালিথা, সুমন মালিথা, লিয়াকত মোল্লা, রইচ উদ্দিন মালিথাকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) হারুণ-অর রশিদ। পরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান মন্ডলের হেফাজতে থাকা মাইক্রোবাস ভর্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা পুলিশী হেফাজতে নেয়া হয়।

এ বিষয়ে তালবাড়িয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহান অভিযোগ করে বলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হান্নান মন্ডল পরিকল্পিত ভাবে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার লোকজন আমার কর্মীদের ধাওয়া করে। পরে এলাকাবাসী তাদেরকে ধাওয়া করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নির্বাচনকে প্রভাব বিস্তার করতেই হান্নান মন্ডল পরিকল্পিতভাবে এমন ভীতিকর পরিস্থিতি তৈরী করেছে বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী হান্নান মন্ডল জানান আমার কর্মী সমর্থকরা শাস্তিপূর্ণ নির্বাচনী মিছিল বের করলে নৌকার প্রার্থীর সমর্থকরা আমার লোকজনকে ধাওয়া করে। এসময় তাদের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। আটককৃত মাইক্রোবাসটি তার প্রচারণায় নেমেছে তা সে জানেই না। পরে শুনেছে এটা তার ভাস্তে করছে। আর উদ্ধারকৃত অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, নৌকার সমর্থকরা ওই মাইক্রোর ড্রাইভারকে মারপিট করে গাড়ীর ভেতরে অস্ত্র দিয়ে দিয়েছে।

তিনি বলেন, যেখানে আজ এতদিন পর্যন্ত আমি, আমার সমর্থকরা মার খাচ্ছি, অফিস ভাঙ্চুর হচ্ছে। সেখানে আমি অস্ত্র নিয়ে প্রচারণায় যাবো এটা কি ভাবে হয়। এটা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে বলে তিনি দাবী করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। সবাইকে শান্ত থাকার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Uttoron Host
Site Customized By NewsTech.Com