আজ বৃহস্পতিবার (১৩ মে) সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
কাতারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ ‘জামে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে’। কাতারের আমির শেখ তামিম অংশ নেন সেই জামাতে।
এ বছর ঈদুল ফিতর উপলক্ষে কাতারজুড়ে প্রায় ১২০০ মসজিদ ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়। ৪ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি নিজ নিজ এলাকার জামাতে অংশ নেন। মধ্যপ্রাচ্যের সব দেশে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর।
করোনা বিধিমালা মেনে জামাত আদায় করেছেন অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়া-মালয়েশিয়া ও ফিলিপাইনের মুসলমানরা। এছাড়া, দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ও আফগানিস্তানেও আজ উদযাপিত হচ্ছে ঈদ।
Leave a Reply