নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর সদর উপজেলা ও নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯জানুয়ারি)বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এস. এম নুরুল্লাহ। বিশেষ প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইফতেখার ফারুক আকাশ, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়ালিউল্লাহ টিটু, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. হাসান সিকদার, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ও স্টেট ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সানি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাহিন।
কর্মশালায় পিরোজপুর জেল, সদর উপজেলা ও নাজিরপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষকরা রাষ্ট্র পরিচালনায় ছাত্ররাজনীতির ভূমিকা, সংগঠনকে শক্তিশালী করার কৌশল, রাজনৈতিক সচেতনতা ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
তারা বলেন, ছাত্রদল সবসময় দেশ গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগে থেকেছে। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আদর্শিকভাবে প্রস্তুত হতে হবে।

















