পবিত্র রমজান মাসে ওমরাহ পালনে মুসুল্লিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। যারা করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন শুধু তাদেরই রমজানে ওমরাহ করার অনুমতি দেওয়া হবে।
সোমবার (৫ এপ্রিল) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওমরাহ করা ও মক্কার পবিত্রতম মসজিদে নামাজ পড়ার জন্য কোভিড-১৯-এর টিকা নেওয়া বাধ্যতামূলক। যারা দুই ডোজ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন, যারা ওমরাহ করার অন্তত ১৪ দিন আগে এক ডোজ টিকা গ্রহণ করেছেন বা যারা করোনা থেকে সেরে উঠেছেন শুধু তারাই এবার ওমরাহ করার সুযোগ পাবেন। তবে এসব শর্ত চলতি বছরের হজের সময় প্রযোজ্য হবে কি-না তা জানা যায়নি।
গত বছর দেশটির মাত্র ১০ হাজার মানুষ হজ করার সুযোগ পেয়েছিলেন। বিদেশে অবস্থানরত সৌদি নাগরিক বা অন্য দেশের নাগরিকদের জন্য হজ গত বছর বন্ধ ছিল।
সৌদি আরবে এখন পর্যন্ত তিন লাখ ৯৩ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ছয় হাজার সাতশোর বেশি মানুষ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত দেশটির প্রায় সাড়ে তিন কোটি নাগরিকের মধ্যে ৫০ লাখের মতো মানুষ করোনা টিকা নিয়েছেন।
Leave a Reply