প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- শনিবার, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অধ্যক্ষ আলমগীর হোসেনের হাত ধরে মৎস্যজীবীলীগের সাবেক সভাপতিরসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

অধ্যক্ষ আলমগীর হোসেনের হাত ধরে মৎস্যজীবীলীগের সাবেক সভাপতিরসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক  : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত মৎস্যজীবীলীগের সাবেক সভাপতির নেতৃত্বে জাতীয় মৎস্য সমিতির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় মৎস্য সমিতির সভাপতি ও ইন্দুরকানী উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হামেদ জমাদ্দারের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবযোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূল থেকেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামীলীগ সমর্থিত সংগঠনের সাবেক সভাপতির নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান সেই গণজোয়ারেরই বাস্তব প্রতিফলন। বিএনপি কখনো আপোষের রাজনীতি করেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ও আপসহীন। আজকের এই যোগদান আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

এইরকম আরও খবর

সর্বশেষ খবর