নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এক ইঞ্চি জমিও ফেলে না রেখে আবাদ যোগ্য করার নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে ১৫ শতাংশ অনাবাদী জমিকে আবাদের আওতায় এনেছে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভুমি অফিসের পেছনের ১৫ শতাংশ পতিত জমিতে এ চারা রোপনের মাধ্যমে কার্যক্রমের উদ্ভোধন করেন জন প্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ সাব্বির সাজ্জাদ, পিরোজপুর সদর উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা মো: গোলাম মোস্তাফা, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ।
ভুমি অফিসের ওই জমিতে ১৫০টি ফলদ, বনজ ও বিভিন্ন প্রকার সব্জি চারা রোপনের মাধ্যমে অনাবাদী জমি আবাদের আওতায় আনা হয়।
Leave a Reply