শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান সৌদি আরব সিঙ্গাপুরসহ চাহিদা অনুযায়ী অন্যান্য দেশে বিশেষ ফ্লাইট চালু হবে। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল মিটিং এ সিদ্ধান্ত নেয়া হয়।
করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট চালু করার এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর- এই পাঁচটি দেশে শনিবার (১৭ এপ্রিল) থেকে বিশেষ ফ্লাইট চালু হবে।
প্রবাসী কর্মীদের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
Leave a Reply