দেশে শুরু হয়েছে চীনা ভ্যাকসিনের প্রয়োগ। প্রায় দেড় লাখ মেডিকেল, ডেন্টাল ও নার্সিংয়ে পড়া শিক্ষার্থীদের পাশাপাশি স্বাস্থ্য কর্মী, পুলিশসহ ফ্রন্টলাইনার্সরা এই টিকা পাবেন।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী আরও জানান, রাজধানীর চারটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পাবেন চায়না টিকা। ঢাকার বাইরে ৩৩টি মেডিকেল কলেজে আগামী ১০ দিনের মধ্যে টিকা কার্যক্রম শুরু হবে। প্রতিদিন দেড় থেকে দুইশো শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাবেন চায়না টিকা। গত ১২ মে চায়না উপহার হিসেবে লাখ টিকা দেয় বাংলাদেশকে।
Leave a Reply