1. akmolbangladesh@gmail.com : Press Times :
শিরোনামঃ
পিরোজপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের fআয়োজনে ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সাথে তথ্য অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত অধস্তন আদালতের কর্মচারীদের ২ দফা দাবী বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে পিরোজপুরে জেলা সম্মেলন অনুষ্ঠিত পিরোজপুরে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পিরোজপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশে ৬ ছাত্রদল নেতার শ্রমিকদলে যোগদান পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের  মতবিনিময় সভা নানা আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিরোজপুর সরকারি মহিলা কলেজের সদ্য পদোন্নতি প্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্র মোঃ আলীকে ফুল দিয়ে বরণ প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দূর্গ গড়ে তুলতে হবে….জেলা জামাতের সেক্রেটারী মোহাম্মদ জহিরুল হক

তারকাদের কে জিতলেন, কে হারলেন:পশ্চিমবঙ্গে নির্বাচন

  • আপডেট টাইমঃ সোমবার, ৩ মে, ২০২১
  • ১৪০ মোট ভিউ

অনুষ্ঠিত হয়ে গেল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন। নির্বাচনে পেশাদার রাজনীতিকদের পাশাপাশি অংশ নিয়েছিলেন রুপালি পর্দার বেশ কয়েকজন তারকা। তবে বড় তারকা হয়েও সে ইমেজ কাজে আসেনি বহু প্রার্থীর। আবার ভোটবাক্সে চমক দিয়েছেন বেশ কয়েকজন তারকাপ্রার্থী। এর মধ্যে প্রথমবার রাজনীতির ময়দানে পা রাখা কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র বা জুন মালিয়ার মতো টালিউড অভিনেতারা যেমন রয়েছেন। তেমন আবার সোহম চক্রবর্তী বা হিরণ চট্টোপাধ্যায়ের মতো ‘পোড়খাওয়া’ তারকার নামও পাওয়া যাবে।

রাজনীতির ময়দানে সদ্য পা রাখা বহু তারকা প্রার্থীর জয় নিয়েই সন্দিহান ছিলেন অনেকে। তাদের ‘আনকোরা’ তকমাও জুটেছিল। তবে রোববার ভোটগণনার ফলাফল প্রকাশ হতেই বহু হিসাব উল্টে দিয়েছেন তারা। তৃণমূলের জুন মালিয়া যেমন ভোটের পরেও নিজের বিধানসভা কেন্দ্রে ছুটে গিয়েছেন। তারকা প্রার্থীদের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ ওঠে, ভোটের পর নিজের কেন্দ্রে তাদের আর দেখা যায় না। তবে সে অভিযোগ ইতোমধ্যেই খণ্ডন করেছেন জুন মালিয়ার মতো তারকা প্রার্থী। ভোটগ্রহণের পরেও মেদিনীপুর কেন্দ্রে পৌঁছেছেন তৃণমূলের প্রার্থী জুন, কেন্দ্রটিতে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন।
উত্তরপাড়া কেন্দ্রে ভোটের আগে প্রচারের কাজে ক্রমাগত দৌড়াতে দেখা গেছে তৃণমূলের প্রার্থী কাঞ্চন মল্লিককে। তারকা ভাবমূর্তির টানে এলাকার মা-খালারা কাছে ছুটে এসে সেলফিও তুলেছেন। তারকাদের এই অনায়াস জনসংযোগও কাজে এসেছে। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রবীর ঘোষালকে হারিয়েছেন কাঞ্চন। জনসংযোগ হোক বা তারকার জনপ্রিয়তার টান— জুনের মতো ‘আনকোরা’ হলেও তাই জয় এসেছে কাঞ্চন, সায়ন্তিকা, লাভলিদের।

বিজয়ী তারকা প্রার্থীরা
চিরঞ্জিৎ চক্রবর্তী – বারাসত (তৃণমূল)
সোহম চক্রবর্তী– চণ্ডীপুর (তৃণমূল)
হিরণ চট্টোপাধ্যায়– খড়গপুর সদর (বিজেপি)
রাজ চক্রবর্তী– বারাকপুর (তৃণমূল)
কাঞ্চন মল্লিক– উত্তরপাড়া (তৃণমূল)
জুন মালিয়া– মেদিনীপুর (তৃণমূল)
অগ্নিমিত্রা পাল– আসানসোল দক্ষিণ (বিজেপি)
লাভলি মৈত্র– সোনারপুর দক্ষিণ (তৃণমূল)
বীরবাহা হাঁসদা– ঝাড়গ্রাম (তৃণমূল)
ইন্দ্রনীল সেন– চন্দননগর (তৃণমূল)
অদিতি মুন্সি– রাজারহাট-গোপালপুর (তৃণমূল)

পরাজিত তারকা প্রার্থীরা
রুদ্রনীল ঘোষ– ভবানীপুর (বিজেপি)
বাবুল সুপ্রিয়– টালিগঞ্জ (বিজেপি)
শ্রাবন্তী চট্টোপাধ্যায়– বেহালা পশ্চিম (বিজেপি)
পায়েল সরকার– বেহালা পূর্ব (বিজেপি)
যশ দাশগুপ্ত– চণ্ডীতলা (বিজেপি)
পার্নো মিত্র– বরানগর (বিজেপি)
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়– বাঁকুড়া (তৃণমূল)
সায়নী ঘোষ– আসানসোল দক্ষিণ (তৃণমূল)
কৌশানি মুখোপাধ্যায়– কৃষ্ণনগর উত্তর (তৃণমূল)
লকেট চট্টোপাধ্যায়– চুঁচুড়া (বিজেপি)
তনুশ্রী চক্রবর্তী– শ্যামপুর (বিজেপি)
অঞ্জনা বসু– সোনারপুর দক্ষিণ (বিজেপি)
পাপিয়া অধিকারী– উলুবেড়িয়া দক্ষিণ (বিজেপি)

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Uttoron Host
Site Customized By NewsTech.Com