উইমেন ডেস্ক: শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০ আশ্বিন ১৪২৮ |
জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার এলাকায় দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লাল বাবু (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে প্রতিমাগুলো ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ও স্থানীয় প্রশাসন জন প্রতিনিধিরা মন্দির দুটি পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার মধ্য পাড়া ও পূর্ব সার্বজনীন দুর্গা মন্দিরে শুক্রবার গভীর রাতে কয়েকটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। মন্দির কমিটি বলছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তারা প্রতিমা তৈরি করছে। হঠাৎ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে প্রতিমাগুলোকে কে বা কারা ভাঙচুর করে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, এ ঘটনায় ওই গ্রামের করিম মণ্ডলের ছেলে লাল বাবুকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানায় পুলিশ
Leave a Reply