উইমেন ডেস্ক ।।বৃহস্পতিবার,১৬ সেপ্টেম্বর ২০২১, ১ আশ্বিন ১৪২৮ |
চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার এলাকায় নারায়ণ ঘোষ (৬০) নামের এক মিষ্টান্ন ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশে একটি সেলুন থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে মডেল থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নিহত নারায়ন ঘোষ শহরের ঘোষ পাড়ার বাসিন্দা মৃত যুগলকৃষ্ণ ঘোষের ছেলে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। প্রত্যক্ষদর্শী নাইটগাট এবং পরিবারের বক্তব্য নিয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করা হবে।
Leave a Reply