গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বেলা সোয়া ১১টায় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম। রেজাউল করিম বলেন, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগে লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি সেখানে আটকে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় জয়দেবপুর জংশনে ঢাকাগামী চাপাই এক্সপ্রেস, ধীরাশ্রম স্টেশনে একতা এক্সপ্রেসসহ আশপাশের কয়েকটি স্টেশনে বিভিন্ন ট্রেন যাত্রাবিরতি করছে বলে জানান স্টেশন মাস্টার। এদিকে ঢাকা থেকে উদ্ধারকর্মীরা গিয়ে কাজ শুরু করেছেন বলেও জানা যায়। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মহাম্মদ শহীদুল্লাহ বলেন- দুপুর দেড়টার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন। তবে কখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে তা কেউ জানাতে পারেননি।
Leave a Reply