হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে বজ্রপাতে যতিষ সরকারের স্ত্রী লক্ষী সরকার (৪০) অর্জুন রবি দাশের মেয়ে অর্গতি রবি দাশ (১৬) নামে দুই কৃষাণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে বানিয়াচং হাওরে ধানের খলায় কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত নারী ২ জন বানিয়াচং উপজেলার উপজেলার দত্তপাড়া ও বলাকিপুর গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেন, শুনেছি বজ্রপাতে হাওরে এক নারী মারা গেছে।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, বজ্রপাত নিহত ২ পরিবারকে সরকারী সহায়তা ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
Leave a Reply