নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে লেখালেখির কারণে সাময়িক বরখাস্ত হওয়া ২৫ ক্যাডারের ১৩ জন কর্মকর্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আজ রোববার (২ মার্চ) পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা।
এরই অংশ হিসেবে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা কলেজ প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ করে ব্যানারসহ অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের পিরোজপুর জেলা ইউনিটের সহ-সভাপতি প্রফেসর পান্না লাল রায় এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের পিরোজপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার।
বক্তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনে ২৫টি ক্যাডারের পক্ষ থেকেই পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং উপসচিব পদে কোটা বাতিলের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু এই দাবিগুলো উপেক্ষা করে ক্ষমতাসীন একটি গোষ্ঠীর ক্ষমতা আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা অভিযোগ করেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ক্যাডারবহির্ভূত করার কৌশলগত প্রস্তাব এবং পরিবার পরিকল্পনা ও পরিসংখ্যান ক্যাডারকে উপেক্ষা করার মাধ্যমে এসব সেক্টরে মেধাবীদের আকর্ষণ কমিয়ে দেওয়া হচ্ছে।
Leave a Reply