নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অংশীজনের সাথে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়েজনে মত বিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, মেজর শোভন শাহরিয়ার, সরকারী মহিলা কলেজের অধ্যাক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না রাল রায়, পিরোজপুর পৌরসভার প্রশাসক মো: আসাদুজ্জামান, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড. রানা মিয়া, জেলা ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক মো: আহসানুল কবির। এসময় পিরোজপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কিছু অসাধু আরৎদার ও ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করছে। জেলা প্রশাসন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্তনে রাখবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, আসন্ন পবিত্র মাহে রমজনাকে সামনে রেখে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিকারের কর্মকর্তাবৃন্দ, পুলিশের সদস্যরা এবং ছাত্র প্রতিনিধিরা নিয়মিত বাজারে নজরদারী করবে। রমজানে ব্যবসায় অসৎ উপায়ে ব্যবসা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি টিসিবি ওএম এস, মাছের বাজার, মাংসের বাজার, ফলের বাজার, গুড়মুড়ির বাজার, সবজি বাজারের ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেন। এসব পন্যের গুনগত মান নিশ্চিত করা এবং অপ্রত্যাশিত মূল্যে বিক্রির নিয়ন্ত্রনের জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক।
Leave a Reply