পিরোজপুর জেলার বাজার ব্যবস্থা এবং দ্রব্যমূল্য মনিটরিং কার্যক্রম জোরদারকরণে বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের সাথে নবাগত জেলা প্রশাসক এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান পরিচিতি ও মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সেলিম হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক, খানজাদা শাহরিয়ার বিন মান্নান, সাবেক কাউন্সিলর ও জেলা ব্যবসায়ী সমিতির আব্দুস সালাম বাতেন, হারুন সেখ প্রমুখ।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান ভোক্তা পর্যায়ে মূল্যহ্রাস এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন। ফলমূল, সবজি, মাছ, ডিম বিবিধ খাদ্যদ্রব্যের স্থানীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব প্রদান করেন তিনি। কৃত্রিম সঙ্কট তৈরি না করে খাদ্য ও দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসক ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
এসময় জেলা ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী বৃন্দ ও বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply