নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী সৈয়দ মোহাম্মদ শাহ আলম (৭০) শহরের পশ্চিম শিকারপুরের নিজ বাসায় শনিবার রাত ১২টায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন।
বীর মুক্তিযোদ্ধা, সৈয়দ মোহাম্মদ শাহ আলম পিরোজপুর মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দীর্ঘদিন পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
রোববার বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাযা নামাজ শেষে পৌর কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।
Leave a Reply