হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার পর তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তির পর উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনআমুল হাসান ফারুকী জানিয়েছেন।
এই আহ্বায়ক কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আমির হিসেবে আছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব হিসেবে আছেন আল্লামা নুরুল ইসলাম।
ইনআমুল হাসান ফারুকী আরও জানান, ৩ সদস্যের এই আহ্বায়ক কমিটি শিগগিরই হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের ফেসবুক পেইজ থেকে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার বিষয়টি একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে। এই পোস্টে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমানের নাম রয়েছে।
এর আগে গতকাল রোবববার (২৫ এপ্রিল) রাত ১১ টার দিকে ফেসবুক লাইভে এসে সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
Leave a Reply