নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলা জামায়াতের আমীর সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪০ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা আজ বুধবার জেলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তিপ্রাপ্ত নেতা-কর্মীরা সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেফতার হয়েছিল।
দলীয়সূত্র ও জামিন প্রাপ্তদের নিয়োজিত আইনজীবী খায়রুল বাসার শামীম জানিয়েছেন, পিরোজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান চাঁন, ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবীর মান্নু, সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, নেছারাবাদ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক নাাছির উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, যুগ্ম সম্পাদক মাহাদী হাসান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম।
এছাড়াও পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব সহ ৯ জনকে মুক্তি দেয়া হয়। ৩১ জনকে ১৫ জুলাই থেকে বিভিন্ন সময়ে পুলিশ তাদের বাসা থেকে গ্রেফতার করে।
মুক্তি প্রাপ্তরা জানিয়েছেন পুলিশ তাদেরকে বিনাওয়ারেন্টে বাসা থেকে তুলে নিয়ে বিভিন্ন নাশকতার মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে।
Leave a Reply