উইেমেন ডেস্ক: গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক বলেন, রাত ৩টার দিকে আমরা খবর পাই গাড়িচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। তবে তার নাম জানা যায়নি। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply