উইমেন ডেস্ক : “আইন মেনে সড়কে চলি নিরাপদ ঘরে ফিরে” এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরিন বানু।
এসময় অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুষ্টিয়া সদর সার্কেল) আবু রাসেল, কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম।
বক্তৃতাগণ বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবসে আইন মেনে চলতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কুষ্টিয়া জেলাবাসীকে নিরাপদে রাখতে সুন্দর পরিবেশে কোনো বিকল্প নেই।
এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নিরাপদ সড়ক চাই এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply