আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনজুড়ে সোমবার রুশ হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এই ঘটনায় ১০৫ জন আহত হয়েছেন। ইউক্রেন স্টেট ইমার্জেন্সি সার্ভিসের প্রাথমিক পরিসখ্যানে (ডেটা) এই তথ্য জানানো হয়েছে।
কিয়েভসহ ইউক্রেনের আরও কয়েকটি শহর একাধিক বিস্ফোরণে কেপে ওঠে। ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
সিএনএনের খবরে বলা হয়েছে, ১২টি অঞ্চলের গুরুত্বপূর্ণ নাগরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অন্তত ৩০ জায়গায় আগুন লাগে।
মঙ্গলবার সকালেও কিয়েভ, লেভিভ, সুমি, তারনোপিল এবং খমেলনতস্কিতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন ছিল। আগুন নেভানো এবং উদ্ধার অভিযানে হাজারেরও বেশি মানুষ যুক্ত হয়।
Leave a Reply