উইমেন ডেস্ক: নীলফামারীর ডোমার উপজেলায় চিলাহাটিগামী মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নবী বক্স নামের এক দিনমজুর নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে ডোমার রেল স্টেশন আউটার সিগনালের পাশে এ দুর্ঘটনা ঘটে। নবী বক্স সৈয়দপুর খালিশা বেলপুকুর পাসাড়িপাড়া এলাকার মৃত এলাহী বক্সের ছেলে। তিনি বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনে উনি বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করেন, রাতে ডোমার রেল স্টেশনে ঘুমান। ভোরে প্রকৃতি ডাকে সাড়া দিয়ে ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এ ঘটনায় একটি ইউডি মামলা হবে।
Leave a Reply