উইমেন ডেস্ক: বান্দরবানে তিন বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শরিফুল ইসলাম (১৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার এক টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন।
শরিফুল ইসলাম আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউপির সিরাজ কারবারি পাড়ার নুরুল ইসলাম ফকিরের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থুয়াই মারমা জানান, ২০১৯ সালের ৩ আগস্ট ওই শিশুকে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে বলাৎকার করেন শরিফুল ইসলাম। সেখানে শিশুটির কান্নার শব্দ শুনে স্বজনরা গেলে সে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনা পরদিন ভুক্তভোগীর বাবা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
Leave a Reply