টপি বিশ্বাস : কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের এইচএসসি ব্যাচ-২২ এর পরীক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে নবোদ্যম অসমাপ্ত-২২ ব্যাচের আয়োজনে শিক্ষা সমাপনী উপলক্ষে “Flashmob” অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর বৈরি আবহাওয়ার কারণে কেক কেটে অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষণা করেন প্রধান অতিথি কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আমিনুল হক রতন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ওহিদুজ্জামান, উপাধ্যক্ষ জালাল উদ্দিন ও অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়।
উদ্ধোধনী পর্বতে সকল অতিথি ও শিক্ষকবৃন্দরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়ে সকলকে উদ্ধুদ্ধ করেন। এছাড়া শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে দোয়া করা হয়।
এদিকে গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গনে দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়। সেখানে মোটু-পাতলুর সাথে খুনসুটিতে মেতে উঠে শিক্ষার্থীরা। এসময় সহপাঠীরা সময়টাকে মধুর স্মৃতিময় করে রাখতে বিভিন্ন খুনসুটিতে মেতে উঠে।
এই আকর্ষণীয় ব্যতিক্রমী শিক্ষা সমাপনীমূলক অনুষ্ঠানের আয়োজক ছিলো অত্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাপ্তী, সিনথীয়া, জেমা, তাবিতা, মাহিন, মিথিলা, দিশা, জান্নাত, অথই, আনিকা, নিঝুম, তনিমা, রিশা, লাম, স্নেহা ও অবন্তী।
Leave a Reply