উইমেন ডেস্ক : অবশেষে নিখোঁজের ঠিক একমাস পর উদ্ধার হয়েছে কুষ্টিয়ার কুমারখালীর ১২ বছরের স্কুল ছাত্র তৌফিক হাসান নিয়ন।
গত রোববার (২১ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া র্যাব-১২ ও লীলফামারী ক্যাম্পের যৌথ অভিযানে পঞ্চগড় জেলার সদর থানাধীন ধাক্কামারা গ্রাম থেকে তাঁকে উদ্ধার করে।
এর আগে গত ২২ জুলাই শুক্রবার বেলা ১২ টার সময় নিজ বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় নিয়ন।
নিখোঁজের ঘটনায় প্রথমে কুষ্টিয়ার কুমারখালী থানায় জিডি করেন নিয়নের পরিবার পরে একটি অপহরণ মামলা দায়ের করেন।
নিয়নের পরিবার অভিযোগ করেছিলেন, নিখোঁজের দুইদিন পর সকালের দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা পরিবারের সদস্যদের কাছে নিখোঁজ হওয়া ছাত্রের মোবাইলে ফোন দিয়ে স্কুল ছাত্র তৌফিক হাসান নিয়ন যশোর নওয়াপাড়া রেলষ্ট্রেশনে ট্রেনের ধাক্কায় আহত বলে তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা বিকাশ দেওয়ার অনুরোধ জানায়। এরপর পরিবারের স্বজনেরা তাদের দেওয়া একটি বিকাশ নাম্বারে পাঁচ হাজার টাকা দেন। টাকা দেবার পর পরিবার স্বজনরা অতিদ্রুতভাবে যশোরের নওয়াপাড়া রেলষ্ট্রেশনের কাছে পৌছালে তারা জানতে পারেন ট্রেনের সাথে এমন কোন দূর্ঘটনা ঘটেনি। পুণরায় নিখোঁজ হওয়ার ছেলের মোবাইল ফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পায়।
অবশেষে নিখোঁজের ঠিক একমাস পর স্কুল ছাত্র তৌফিক হাসান নিয়নকে উদ্ধার করলো র্যাব। পরবর্তীতে উদ্ধারকৃত স্কুলছাত্রকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়। তৌফিক হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং কুমারখালী উপজেলার ৬নং ওয়ার্ডের বাটিকামারা এলাকার মুহম্মদ নুরউদ্দিনের ছেলে।
Leave a Reply