উইমেন ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থান থেকে নয়টি কঙ্কাল চুরি হয়েছে। প্রায় ৭০ বছর ধরে এলাকাবাসী এই কবরস্থানে মরদেহ দাফন করে আসছেন। গত বৃহস্পতিবার (২ জুন) দিনগত রাতে কোনো এক সময় কবরস্থানে এ চুরির ঘটনা ঘটে।
শুক্রবার (৩ জুন) বিকেলে স্থানীয়রা কবরস্থানে গিয়ে নয়টি কবর ফাঁকা দেখতে পান। পরে কাছে গিয়ে ওই কবরগুলোতে দেখেন কঙ্কাল চুরি হয়েছে।
গ্রামের বাসিন্দা মো. কাওসার কাজী সংবাদমাধ্যমকে বলেন, নয়টি কবর থেকে চুরি হওয়া কঙ্কালের মধ্যে মাসখানেক আগে কবর দেওয়া এক নারীর কঙ্কালও রয়েছে।
এ ব্যাপারে হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খোকন মিয়া বলেন, মাধবপুর কবরস্থানের নয়টি কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আরও বিস্তারিত খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইউপি সচিব মো. আকতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাধবপুর কবরস্থানের ৯টি কবর থেকে ৯টি কঙ্কাল চুরি হয়েছে বলে তিনি জানতে পেরেছি। শুক্রবার (সাপ্তাহিক ছুটি) হওয়ায় এ ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি জানা নেই। চুরির ঘটনা পুলিশকে কেউ জানাননি। তারপরও খোঁজ নিয়ে আাইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply