উইমেন ডেস্ক:কুষ্টিয়ার খোকসায় একটি ভেজাল গুড় তৈরী কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার রাতে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মোড়াগাছা ভাটাপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিষ্ঠান মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা ও ভেজাল গুড় তৈরীর বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়। সেই সাথে কারখানা থেকে বিপুল পরিমান ভেজাল গুড় ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইসহাক আলী। এসময় পুলিশ, আনসার ও অফিসের স্টাফ সহযোগীতা করেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইসহাক আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুন, ডালডা, ফিটকিরি, চিনি ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরীর সংবাদ জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, অসাধু ব্যবসায়ীরা রমজান উপলক্ষে খাওয়ার অনুপযোগী গুড় তৈরি করে বাজারজাত করছিল।
Leave a Reply