উইমেন ডেস্ক:ভুক্তভোগী মোঃ রবিন আহম্মেদ(২৪), পিতা-মৃত শফিকুল ইসলাম, সাং-জয়ভোগা, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া গত ০৩-০৩-২০২২ খ্রিঃ কুষ্টিয়া মডেল থানায় এসে এই মর্মে একটি এজাহার দায়ের করেন যে, অজ্ঞাতনামা আসামীরা গত ১৫-০২-২০২২ খ্রিঃ তার ব্যক্তিগত রকেট একাউন্ট হ্যাক করে ৩৩,০০০টাকা হাতিয়ে নেয়।
বাদীর উক্ত এজাহারের প্রেক্ষিতে কুষ্টিয়া মডেল থানার মামলা নং-০২/৮১, তাং-০৩-০৩-২০২২ খ্রিঃ, ধারা-২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ৩০/৩৫ রুজু হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি রুজু হওয়ায় মামলার তদন্তভার কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আনিসুল ইসলাম এর উপর অর্পণ করা হয়।
পরবর্তীতে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক নির্দেশনায় কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত পূর্বক গত ৩১-০৩-২০২২ খ্রিঃ রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে মাগুরা জেলার বিভিন্ন স্থান হতে আসামী ১। মোঃ আনোয়ার হোসেন(২৩), পিতা- হাফিজুর মোল্লা, সাং-বরিশাট পূর্বপাড়া, থানা-শ্রীপুর, ২। মোঃ আশিক মন্ডল(২২), পিতা-ইনসাফ মন্ডল, সাং- গাংনালিয়া নতুন পাড়া, থানা-মাগুরা সদর, ৩। মোঃ রায়হান উদ্দিন (২৫), পিতা- মোঃ গোলাম কিবরিয়া, সাং-বরিশাট পূর্বপাড়া, থানা-শ্রীপুর, সর্ব জেলা-মাগুরাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে আসামীদের নিকট হতে প্রতারণা এবং হ্যাকিং এর কাজে ব্যবহৃত ১৭ টি বিভিন্ন ব্রান্ড ও মডেলের মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২২টি সিম কার্ড, প্রতারণার মাধ্যমে অর্জিত ০১ নং আসামী আনোয়ারের নিকট হতে ৪০৫০ টাকা, ০২ নং আসামী আশিকের নিকট হতে ৫,৩০০ টাকা, ০৩ নং আসামী রায়হান এর নিকট হতে ২,২০০ টাকা, সর্বমোট ১১,৫৫০টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। বিষয়টি অদ্য ০১/০৪/২০২২ তারিখ কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় নিশ্চিত করেন।
Leave a Reply