কুষ্টিয়ায় নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত
১৭ এপ্রিল ২০২১।। কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে গতকাল ১৬ এপ্রিল মোট ২৮২টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৯৩ টি, মেহেরপুর জেলার ১১টি, চুয়াডাঙ্গা জেলার ৩৯টি, ঝিনাইদহ জেলার ০৮ টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৩৯ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ২০টি, মেহেরপুর জেলার ০১টি, চুয়াডাঙ্গা জেলার ০১টি, ঝিনাইদহ জেলার ০১ টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ২০ জন ব্যক্তির মধ্যে ১৩ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০৩ জন কুমারখালী উপজেলার, ০২ জন মিরপুর উপজেলার এবং ০২জন ভেড়ামারা উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১) ০২ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) সাদ্দামবাজার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩)কুমারগাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) ০৩ জন নারকেলতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) ০২ জন আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭)ইদগাহপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮)জুগিয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯) জি কে কলোনী, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ০২ জন ব্যক্তির ঠিকানাঃ
১) দৌলতপুর , কুষ্টিয়া। ( উক্ত ব্যক্তি ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্যম্পল দিয়েছেন। )
২) কলেজপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ০৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১) মহেদ্রপুর, কুমারখালী, কুষ্টিয়া।
২) কয়া, কুমারখালী, কুষ্টিয়া।
৩) তেবাড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া।
মিরপুর উপজেলায় আক্রান্ত ০২ জন ব্যক্তির ঠিকানাঃ
১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিরপুর, কুষ্টিয়া।
২) মিরপুর, কুষ্টিয়া।
মৃত্যুবরণকারী ০২ জন ব্যক্তির বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়।
১) পিটিআই রোড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
২) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪৪৩৫জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪০৩৯ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯৯জন।
..
Leave a Reply