উইমেন ডেস্ক:ফেনীতে ২১ হাজার ২০৫ পিস ইয়াবা ও আইসসহ আলিম উদ্দিন শেখ (৫০) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় ঢাকামুখী লেইনে একটি মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২১ হাজার ২০৫ পিস ইয়াবা ও ১ দশমিক ২০ গ্রাম আইসসহ আলিম উদ্দিন শেখকে আটক করে তারা। আলিম উদ্দিন শেখ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সাতারপাড়া গ্রামের নজলার রহমানের ছেলে।
ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ৬১ লাখ ৪৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি আলীম উদ্দিনের বিরুদ্ধে গাইবান্ধায় ৪টি মামলা রয়েছে। ১টি মামলায় তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। পরে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো নিজাম উদ্দিন জানান, র্যাবের হাতে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply