উইমেন ডেস্ক:৫ বছর বয়সী নার্সারি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের মামলায় ঝিনাইদহে মোখলেছুর রহমান লাল্টু (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব ।মোখলেছুর মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি বাঙ্গালপাড়া গ্রামের সাইনুদ্দিনের ছেলে।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. শরিফুল আহসান এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন ।এর আগে রবিবার (৫ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার সীমান্তবর্তী এলাকার বড়বলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মো. শরিফুল আহসান জানান, মেহেরপুর জেলার গাংনী উপজেলার শিশু ছাত্রীকে ধর্ষণের মামলার একমাত্র আসামি চুয়াডাঙ্গার বড়বলদিয়া গ্রামে অবস্থান করছে- এমন সংবাদের সেখানে অভিযান চালায়ে র্যাব। অভিযানে মোখলেছুর রহমান লাল্টুকে গ্রেফতার করা হয়।পরে তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়া এলাকায় ব্র্যাক স্কুলে নার্সারি পড়ুয়া ৫ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত লাল্টু ।এ ঘটনায় মেয়েটির পরিবার বাদী হয়ে লাল্টুকে আসামি করে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই পলাতক ছিল লাল্টু।
Leave a Reply