উইমেন ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে এবারও ১ কার্তিক কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহ আখড়াবাড়ি প্রাঙ্গণে ফকির লালন শাহর তিরোধান দিবসের অনুষ্ঠান হচ্ছে না। মঙ্গলবার কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসকের সভাকক্ষে দুপুর ১টার দিকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত বছরও একই কারণে ছেঁউড়িয়ায় কোনো অনুষ্ঠান হয়নি।
জানা গেছে, এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনায় ৭৭২ জন রোগী মৃত্যুবরণ করেছেন। এছাড়া এখনো কিছু মানুষ করোনা আক্রান্ত অবস্থায় রয়েছেন। এমন অবস্থায় গণজমায়েতের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ আরোপ থাকায় এ বছরও লালন স্মরণোৎসব পালন করা সম্ভব হচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, এনডিসি মো. সবুজ হাসান, জেলা প্রশাসকের স্টাফ অফিসার আহমেদ সাদাত, লালন একাডেমির অ্যাডহক কমিটির সদস্য তাইজাল আলী খান ও অ্যাডভোকেট শহিদুল ইসলাম।
Leave a Reply