নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্র নেটওয়ার্ক স্ট্রেনদেনিং প্রকল্পের আওতায়, পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এম এস এফ) এর সহায়তায় হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাব আহবায়ক কাজী এমামুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এস এফ এর সমন্বয়কারী, মো: টিপু সুলতান, সদস্য বীর মুক্তিযোদ্ধা, এ ম এ রব্বানী ফিরোজ, যুগ্ম আহবায়ক মিনারা বেগম, সদস্য ডা: এস দাস, খালেদা আক্তার হেনা, আফজাল হুসেন লাভলু, মাওলানা এম এ মতিন, অধ্যাপক শাহআলম, মোল্লা লিয়াকত আলী ও মহিউদ্দিন আকন প্রমুখ।
সভা পরিচালনা করেন পিডিএফ এর নির্বাহী পরিচালক, মো: রফিকুল ইসলাম পান্না।

















