মৌলভীবাজারের জুড়ীতে চা বাগানে গরুর ঘাস খাওয়া নিয়ে ঝগড়ায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাগরনাল ইউপির সাগরনাল চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত মনা পাশীকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সাগরনাল চা বাগানে গরুর ঘাস খাওয়া নিয়ে মনা পাশী ও অনরজিৎতের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা উভয়ে লাঠি নিয়ে মারামারি শুরু করে। এক পর্যায়ে তাদের হাতে থাকা দা দিয়ে দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। দায়ের কোপের আঘাতে ঘটনাস্থলেই মনা পাশীর মৃত্যু হয়। জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
Leave a Reply