উইমেন ডেস্ক: বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১, ২৪ ভাদ্র ১৪২৮
জয়পুরহাটে বিলকিস বেগম (৩৫) নামে এক গৃহবধূ একসাথে তিন সন্তান প্রসব করেছেন। তিন সন্তানের মধ্যে ২ জন ছেলে ও ১ জন মেয়ে।বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই তিন শিশুর জন্ম হয়। গৃহবধূ বিলকিস বেগম নওগাঁঁর ধামইরহাট উপজেলার বড়থা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
সদ্য প্রসব হওয়া শিশুদের পিতা সাইফুল ইসলাম বলেন, তিন সন্তানসহ তাদের মা এখন সুস্থ রয়েছেন। আজ আমার আনন্দের শেষ নেই, মহান আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আমি আমার সন্তানদের জন্য দোয়া চাই।এদিকে একসাথে তিনটি সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় করছেন।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জানান, গৃহবধূ বিলকিস বেগমকে একমাস আগে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার দুপুরে আমাদের চিকিৎসক ডা. নাছিমা আক্তার নীনা এবং নুরুন নাহার নাজনীনের অক্লান্ত প্রচেষ্টায় স্বাভাবিকভাবেই প্রসব সম্ভব হয়। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।
Leave a Reply