ডেক্স:দেশে করোনার গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ আজ থেকে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। সারা দেশে এক সপ্তাহ এ কার্যক্রম চললেও ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় টিকাদানের সময় তিন দিন করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন, সিটি করপোরেশন, পৌরসভাসহ দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে আগের কেন্দ্রগুলোতেই দ্বিতীয় ডোজ টিকা পাবে মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রথম ডোজ টিকা নেওয়া প্রত্যেককে দ্বিতীয় ডোজের জন্য আগেভাগেই খুদে বার্তা পাঠানো হয়েছে। সে অনুযায়ী নির্দিষ্ট তারিখ ও আগের কেন্দ্রে (প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছিলেন) গিয়ে প্রত্যেকেই টিকা নিতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন- গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ দিতে প্রথম ডোজের কেন্দ্রগুলো নির্দিষ্ট সময়ের জন্য চালু করা হবে এবং টিকাদান শেষে আবার বন্ধ হয়ে যাবে। এ সময়ের মধ্যেই প্রথম ডোজ নেওয়া প্রত্যেককে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। পরে স্থায়ী কেন্দ্র যেগুলো আছে সেগুলোয় আগের মতোই টিকাদান কর্মসূচি চলবে। ঢাকার দুই সিটিতে টিকাদান ৩ দিন: ঢাকার ২সিটি করপোরেশন এলাকায় টিকাদানের সময় কমিয়ে ৩দিন করা হয়েছে। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ প্রদানের লক্ষ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেই সভা শেষে গতকাল রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন- আগামীকাল (আজ) থেকে দেশব্যাপী কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর মধ্যে শুধু ঢাকার ২ সিটি করপোরেশন এলাকায় টিকাদানের সময় পরিবর্তন করা হয়েছে। অন্যান্য এলাকায় টিকাদান কর্মসূচি আগের মতোই চলবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী- আগস্টের ৭ ও ৮ তারিখে যারা প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন তারা একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। অনুরূপভাবে যারা আগস্টের ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। দেশের অন্যান্য এলাকায় যারা যে কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেছিলেন প্রত্যেকেই একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ টিকা নেবেন।
Leave a Reply