রংপুরের বদরগঞ্জে ইয়াবা ও হেরোইসসহ পুলিশের হাতে স্ত্রীসহ আটক হয়েছেন আইতুল ইসলাম (৪৬) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার)। উপজেলার রাধানগর ইউনিয়নের সোনারপাড়া থেকে তাদের আটক করা হয়। এছাড়া ওই বাড়িতে মাদকের আসর থেকে আরও তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন-জাবেদ হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৪৬), আব্দুল মতিনের ছেলে মওদুদ হোসেন (৩৫) ও সালামত উল্লাহর ছেলে সেলিম মিয়া (৪৫)। আইতুল ইসলাম রাধানগর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তার স্ত্রীর নাম ছায়েরা বেগম (৩৫)। আটকদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা, ১৫ গ্রাম হেরোইন ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জনপ্রতিনিধির আড়ালে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবার চালিয়ে আসছিলেন আইতুল ইসলাম মেম্বার। তিনি নিজ বাড়িতে এলাকার তরুণ-যুবকদের নিয়ে নিয়মিত মদের আসর বসাতেন। এলাকার লোকজন বিষয়টি জানলেও ভয়ে কেউ মেম্বারের বিরুদ্ধে কথা বলার সাহস পেতেন না। রোববার গোপন সংবাদ পেয়ে বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মেম্বারের বাড়ি ঘেরাও করে মাদকসহ তাদের আটক করে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply