পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে এই প্রথম বিশ্ব মা দিবস উপলক্ষে রবিবার (৯ মে) দুপুর ১২ টায় পুলিশ লাইন্স, কুষ্টিয়ার সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা (নারী) ও বীরাঙ্গনাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিলরুবা আলম, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি , কুষ্টিয়া (সহধর্মিণী পুলিশ সুপার, কুষ্টিয়া)। কুষ্টিয়া জেলার ৫ জন বীরাঙ্গনা মোছা: মোমেনা খাতুন ,দুলজান নেছা,এলেজান নেছা,মাছুদা খাতুন ,রাবেয়া খাতুন এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা ২ জন বীর মুক্তিযোদ্ধা (নারী) লুলু-ই-জান্নাত,লুলু-ই-ফেরদৌস সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা (নারী) ও বীরাঙ্গনারা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে উপস্থিত হলে সকলেই দাড়িয়ে সম্মান দেখান এবং পরবর্তীতে পুনাক সভানেত্রী তাদেরকে নিজ হাতে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন। এ ছাড়াও পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলাম তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং ঈদ সৌজন্য শাড়ী, ঔষধ, মাস্ক ও আর্থিক সহায়তা করেন। তাদের প্রতি দেখানো শ্রদ্ধা ও ভালোবাসা দেখে তারা আবেগ আপ্লূত হয়ে পড়েন এবং বলেন বিগত ৫০ এ কেউ কখনো আমাদের কথা এভাবে ভাবেনি ,আমাদেরকে এমনি করে সম্মান জানাননি। অন্যদিকে,পুলিশ সুপার পত্নী দিলরুবা আলম বলেন আপনাদের (বীর মুক্তিযোদ্ধা (নারী) ও বীরাঙ্গনা) সবচেয়ে বেশি সম্মান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছেন ।আপনাদের অবহেলা করার কোনো সুযোগ নেই ।আপনারা আমার মা আমি ,মা জননী হিসেবে আপনাদের সম্মান করবো ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিসেস নার্গিস সরোয়ার(সহধর্মিণী পুলিশ সুপার, পিবিআই, কুষ্টিয়া)। আরো উপস্থিত ছিলেন সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), কুষ্টিয়া, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply