নিজস্ব প্রতিবেদক : ২০০৬ এর ব্যাচ এর শিক্ষার্থী আলী হোসেন সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার রামপুরা থেকে খিলগাঁও দিকে যাওয়ার পথে হাজীপাড়া পেট্রোল পাম্পের পাশে রমজান পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থালেই মৃত্যু হয় আলী হোসেনের। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৫ বছর বলে জানান আলী হোসেন এর বন্ধু সিয়াম তালিুকদার শোভন।
আলী হোসেন এর বন্ধু সিয়াম তালিুকদার শোভন জানান, আমাদের বন্ধু আলী হোসেনকে রমজান পরিবহনের একটি ঘাতক বাস রামপুরা থেকে খিলগাঁও দিকে যাওয়ার পথে হাজীপাড়া পেট্রোল পাম্পের পাশে চাপা দেয় এতে আলী হোসেন এর মৃত্যু হয়।
সিয়াম তালিুকদার শোভন আরো জানান, আলী হেসেন এর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার বেকুটিয়া এলাকায়। আলী হোসনে আজিজ তালুকদার ও ফজলেতুন নেছার ছোট সন্তান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল পদে কর্মরত ছিলেন। তার নিজ বাড়ি পিরোজপুরের বেকুটিয়া এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
Leave a Reply