উইমেন ডেস্ক: রোববার, ১০ অক্টোবর ২০২১, ২৬ আশ্বিন ১৪২৮ |
জয়পুরহাটের ক্ষেতলালে মাত্র ২০০ টাকা চুরির অপবাদ দিয়ে নয় বছরের একটি শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজার এলাকায় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রাতেই মামলার পর অভিযুক্ত বেলী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত বেলী বেগম ধনতলা বাজার এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীদের বরাত দিয়ে (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান, ধনতলা বাজারের চা বিক্রেতা বেলী বেগম চা বিক্রি করছিলেন। এমন সময় ক্যাশ বাক্সে ২০০ টাকা না থাকার অভিযোগ এনে ওই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন।
আরও পড়ুন: যৌতুক না দেয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ, স্বামী ও শ্বশুর আটক
ওসি আরও জানান, গাছে বাঁধা ওই শিশু টাকা চুরির কথা অস্বীকার করে কাঁদতে থাকে। স্থানীয় একজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। মামলা হলে অভিযুক্ত বেলী বেগমকে রাতেই গ্রেপ্তার করা হয়।
Leave a Reply