উইমেন ডেস্ক:ঢাকার দোহার উপজেলার দক্ষিণ ইউসুফপুর গ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রোমান (১৯) নামের এক যুবকের আত্মহত্যার থকর পাওয়া গেছে। নিহত রোমান দক্ষিণ ইউসুফপুর গ্রামের মুনসের আলী বেপারীর ছেলে।সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় ফেসবুকে একটি পোস্ট দেয় সে।
সেখানে লেখা ছিল, হারিয়ে যাচ্ছি যদি ভুল করে থাকি মাফ করে দিয়ো। প্রিয়জন বলতে কেউ নেই, সবকিছুর সমাধান আত্মহত্যা। থাকতে কেউই বোঝে না, হারিয়ে গেলে সবাই খোঁজে।
সম্প্রতি ঢাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানে রোমান কাজ করতো। গত এক সপ্তাহ আগে রোমান তার গ্রামের বাড়ি দোহারের ইউসুফপুরে আসে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
রোমানের মা জানায়, রাত ১০টার পরে রোমানকে ফোন দেওয়া হয়। ফোন না ধরলে পুনরায় ফোন দিতেই নির্মাণাধীন ভবন থেকে রিংটোনের আওয়াজ আসতেই কাছে গিয়ে দেখি রোমান বিল্ডিংয়ের রডের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছে।
এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, লাশের সুরহতাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় মিটফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যু কারণ জানা যাবে।
Leave a Reply