উইমেন ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কুষ্টিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। গভীর রাত কিছুটা কমলেও সকালে থেকে আকাশে মেঘ জমতে থাকে। এরপর শুরু হয় টানা বৃষ্টি। সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। এতে করে কমেছে দিনের তাপমাত্রা। টানা বৃষ্টি হওয়ায় সড়ক, মহাসড়কে মানুষের চলাচল কমেছে। বৃষ্টি উপেক্ষা করে যারা বের হচ্ছে তাদের ভোগান্তী পোহাতে হচ্ছে। বৃষ্টি কারণে অনেককেই অলস সময় পার করতে দেখা গেছে। বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষগুলোর মধ্যে। তাদের অনেককে কাজ না পেয়ে বসে থাকতে দেখা গেছে।
কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটে আশা এক রিক্সা চালক জানান, সকাল থেকে এসে বসে আছি কিন্তু ভাড়া হচ্ছে না। দুই একটা ভাড়া হচ্ছে। লোকজনই নেই। ভাড়া কিভাবে হবে।
এক চা দোকানি বলেন, বৃষ্টির কারণে বেচা-বিক্রি খুবই কম। শহরে মানুষ কম আসছে তো বিক্রি কি করে হবে।
শহরের এক স্থানীয় এক বাসিন্দা বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে বের হওয়া যাচ্ছিলো না। তবুও জরুরী কাজ থাকায় বাহিরে আসতে হলো। বৃষ্টিতে মানুষের ভোগান্তি বেড়েছে। টানা বৃষ্টি হচ্ছে বলে ভোগান্তিটা একটু বেশি।
Leave a Reply