পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ব্যাংকক মুভি অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ প্রযোজক, শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং আইকন অ্যাওয়ার্ডসহ ১১টি পুরস্কার পেল। তামান্না সুলতানা প্রযোজিত ও আব্দুস সামাদ খোকন পরিচালিত শ্রাবণ জ্যোৎস্নায় চলচ্চিত্রে অভিনয় করেছেন দীঘি ও গাজী আব্দুন নূর। এই চলচ্চিত্রে মনির খানের ‘ভব পারে লও আমারে বাইয়া’ গানটি দর্শকদের হৃদয় ছুঁয়েছে। প্রযোজক তামান্না শম্পা বলেন, ‘আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রটি সমাদৃত হওয়ায় আমি ভীষণভাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাই এই চলচ্চিত্রের পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, সংগীত পরিচালক, সংগীতশিল্পীসহ সব কলাকুশলীর প্রতি। আমার বাবার প্রতি ভালোবাসার শেষ নেই, বিশেষ করে বাবার আর্থিক সহযোগিতা ছাড়া এই সিনেমা সম্পূর্ণ করা সম্ভব হতো না। পুরস্কার আমাদের নতুন কাজ করতে আগ্রহী করে তোলে।
শ্রাবণ জ্যোৎস্নায় চলচ্চিত্রটি এর আগে সুইজারল্যান্ডের আলপাইন ফ্লেম ফিল্ম ফেস্টিভ্যাল, সুইডেন ফিল্ম অ্যাওয়ার্ড, ব্যাংকক মুভি অ্যাওয়ার্ড, আইডিয়াল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আর্টোডি এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড, এশিয়ান ট্যালেন্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্দো-দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড লাভ করেছে। এবার নিয়ে সপ্তমবারের মতো পুরস্কার জিতে নিল সিনেমাটি।
Leave a Reply