রাত জেগে শহরের বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়ি ঘর পাহার দিচ্ছেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। গত কয়েকদিন ধরেই ডাকাত সন্দেহে শহরের কালিবাড়ি এলাকার কালি মন্দির ও এর আশেপাশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি পাহাড়া দিচ্ছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন ও তার সহযোগী নেতৃবৃন্দ।
রাত ১২টা বাজলেই ডাকাত আতংক শুরু হলেই জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী টিম শহরের কালিবাড়ি এলকায় রাত থেকে সকাল পর্যন্ত পাহারা দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা হিন্দু সম্প্রদায় ও খেটে খাওয়া মানুষদের পাহারা দিচ্ছি। যাতে কোন দুস্কৃতিকারী তাদের কোন ক্ষতি না করতে পারে। আমরা সাধানর মানুষদের পাশে আছি। দেশে স্থীতিশীল পরিস্থিতি না আসা পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলবে।
Leave a Reply