কুষ্টিয়ার হরিশংকরপুরে ভুয়া কোম্পানী এমএইচএস কোম্পানীর নামে দীর্ঘদিন ধরে সরকারের অনুমোদনহীন ভুয়া হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিট্যাজারি, ক্লিনারসহ যাবতীয় অবৈধ পন্য সামগ্রী চটকদারী মোড়ক লাগিয়ে দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অবৈধ কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেখানে ভুয়া কোম্পানীর মালিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১ লাখ টাকা অর্থদন্ড ও অপর পার্টনার হাসান আলীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান। এ সময় RAB এর চৌকস টিম সাথে ছিলো।
এলাকাবাসীর দাবী মামুন ও হাসান দেশে নকল পন্য তৈরীর সিন্ডিকেটের মুল হোতা। অবিলম্বে এই ভুয়া কোম্পানীর পন্যসমুহ বাতিল, কেমিকেল ও সরঞ্জাম ধ্বংসসহ চিরতরে বন্ধ ও বাতিল ঘোষণা করা হোক।
Leave a Reply