উইমেন ডেস্ক: ভারতে সাংবাদিক হত্যা মামলায় ধর্মগুরু রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩১ লাখ রুপি জরিমানা করেছে দেশটির একটি আদালত। রাম রহিমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক রণজিৎ সিং। এই সন্দেহের বশেই প্রতিহিংসা পরায়ণ হয়ে ২০০২ সালে তাকে গুলি করে হত্যা করা হয়। যাতে সরাসরি জড়িত ছিল রাম রহিম।তার সঙ্গে আরও চারজনেরও একই সাজা দেওয়া হয়েছে।
তারা হলো কৃষণ লাল, জশবীর সিং, অবতার সিং এবং সবদিল। যাবজ্জীবন করাদণ্ডের সঙ্গে ৩১ লাখ রুপি জরিমানাও করা হয়েছে রাম রহিমকে। বাকি দোষীদের ৫০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে। এই জরিমানার ৫০ শতাংশ দেওয়া হবে রণজিৎ সিংয়ের পরিবারের কাছে।
এ ঘটনায় জড়িত আরও একজন বছর খানেক আগে মারা গেছেন।চলতি মাসের শুরুর দিকেই রণজিৎ হত্যা মামলায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। দুইজনকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সাল থেকে রোহতক জেলার কারাগারে রয়েছে রাম রহিম। সেখান থেকেই এদিন শাস্তির কথা জানতে পারে স্বঘোষিত ধর্মগুরু।
Leave a Reply